ধাতব কার্বনেট যৌগের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ।
মূলনীতিঃ ক্যালসিয়াম কার্বনেট, লঘু হাইড্রোক্লোরিক এসিডের সোথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে।
CaCO3 (s)+2HCl (aq) →CaCl2 (aq)
+ CO2 (g)+ H2O (l)
প্রয়োজনীয় উপকরণঃ
যন্ত্রপাতিঃ
একটি গোলতলী ফ্লাস্ক, একটি থিসল ফানেল, দুইবার সমকোণে বাঁকানো একটি কাচের
নির্গম নল, কয়েকটি গ্যাসজার, ছিদ্রযুক্ত
ছিপি।
রাসায়নিক দ্রব্যাদিঃ
ক্যালসিয়াম কার্বনেট, লঘু
হাইড্রোক্লোরিক এসিড, পানি।
(১) একটি গোলতলী ফ্লাস্কে
ক্যালসিয়াম কার্বনেটের কিছু ছোট ছোট টুকরো নিই।
(২) ছিপির সাহায্যে উলফ বোতলের, এক মুখ দিয়ে একটি থিসল ফানেল এবং
অপর মুখ দিয়ে দুইবার সমকোণে বাঁকানো নির্গম নলের এক প্রান্ত প্রবেশ করানো হলো।
(৩) থিসল ফানেলের মধ্য দিয়ে কিছু পরিমাণ পানি গোলতলী
ফ্লাস্কে নিই যেন ক্যালসিয়াম কার্বনেট এবং থিসল ফানেলের নিম্নপ্রান্ত পানিতে ডুবে থাকে।
(৪) নির্গম নলের অন্য প্রান্ত একটি গ্যাসজারে প্রবেশ
করানো হলো।
(৫) এরপর থিসল ফানেলের ভিতর দিয়ে ধীরে ধীরে হাইড্রোক্লোরিক এসিড যোগ করি। দেখা গেল ক্যালসিয়াম, কার্বনেট এবং
হাইড্রোক্লোরিক এসিড বিক্রিয়া করে একটি গ্যাস তৈরি করছে তা
বুদবুদ আকারে
নির্গম নল দিয়ে বের হয়ে আসছে।
(৬) নির্গম নল দিয়ে বের হয়ে আসা গ্যাসকে গ্যাসজারে
সংরক্ষণ করি। গ্যাসটি গ্যাসজারে জমা হয়।
কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ধর্ম
পরীক্ষাঃ
(১) উৎপন্ন গ্যাসের বর্ণ লক্ষ করি। কোনো বর্ণ দেখা
গেল না।
(২) গ্যাসজারের মুখে একটি জ্বলন্ত কাঠি ধরি। কাঠিটির
আগুন নিভে গেল।
(৩) একটি টেস্টটিউব বা পরীক্ষানলে চুনের পানি (ক্যালসিয়াম হাইড্রোক্সাইড) নিয়ে তার মধ্যে উৎপন্ন গ্যাস প্রবেশ করানো হয়।
প্রথমে সামান্য গ্যাস প্রবেশ করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের
সাথে বিক্রিয়া করে সাদা বর্ণের অধঃক্ষেপ তৈরি হলো। ফলে চুনের পানি ঘোলা হলো। এরপর আরো
অধিক গ্যাস এই ঘোলা পানির মধ্যে প্রবেশ করানো হলো, এতে চুনের ঘোলা পানি আবার পরিষ্কার হয়ে গেল।
সিদ্ধান্তঃ কার্বন ডাই অক্সাইড
গ্যাস আগুন নিভাতে সাহায্য করে এবং সামান্য গ্যাস পরিষ্কার চুনের পানিকে ঘোলা করে ও অতিরিক্ত গ্যাস ঘোলা চুনের পানিকে
পরিষ্কার করে।
ফলাফলঃ বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসটি হলো কার্বন
ডাই অক্সাইড (CO2)।
সতর্কতাঃ
(১) থিসল ফানেলের শেষ প্রান্ত পানির নিচে যাতে সব
সময় ডুবে থাকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছিল।
(২) গোলতলী ফ্লাস্ককে একটি স্ট্যান্ডের সাথে আটকিয়ে
রাখা হয়েছিল।
No comments