কোনো বস্তুর উপর প্রযুক্ত বল পরিমাপ।
পরীক্ষার নামঃ কোনো বস্তুর উপর প্রযুক্ত বল পরিমাপ।
তত্ত্বঃ আমরা জানি, কোনো বস্তুর ওপর F বল ক্রিয়া করলে এবং বল প্রয়োগের ফলে সৃষ্ট তরণ a হলে, F=ma; এখানে m হলো বস্তুর ভর। অভিকর্ষ বলের ক্ষেত্রে বস্তুর তরণ a কে দ্বারা প্রকাশ করা যায়। অর্থাৎ অভিকর্ষ বল বা বস্তুর ওজন, W=mg।
যন্ত্রপাতিঃ স্প্রিং নিক্তি, বস্তু।
কাজের ধারাঃ
১. নিউটন এককে দাগাঙ্কিত একটি স্প্রিং নিক্তি দেয়ালে ঝুলিয়ে দেওয়া হলো।
২. এবার স্প্রিং-এর নিচের ঢুকে বস্তুটি ঝুলিয়ে দেওয়া হলো।
৩. স্প্রিং নিক্তির স্কেল থেকে বস্তুর ওজন তথা অভিকর্ষ বলের পাঠ রেকর্ড করা হলো এবং ছকে বাসানো হলো।
৪. একইভাবে ৩ নং প্রক্রিয়া অনুসরণ করে কয়েকবার বস্তুর ওজন নির্ণয় করে ছকে স্থাপন করি।
৫. এবার বস্তুর ওপর প্রযুক্ত গড় বল বা ওজন নির্ণয় করা হলো।
ক্রমিক |
বস্তুর ওজন (N) |
গড় ওজন (N) |
1 |
12.3 |
12.3 |
2 |
12.4 |
|
3 |
12.3 |
|
4 |
12.2 |
|
5 |
12.3 |
ফলাফলঃ প্রদত্ত বস্তুর ওপর প্রযুক্ত গড় বল 12.3N
সতর্কতাঃ
১. স্প্রিং নিক্তিটি ঠিক উল্লম্বভাবে ঝুলানো হয়েছে।
২. স্প্রিং নিক্তিতে বস্তুটি ঝুলিয়ে দেয়ার পর স্প্রিং-এর কম্পন শেষ হলে পাঠ নেওয়া হয়েছে।
No comments